স্টুডেন্ট অনলাইন ইনকাম – বিনা খরচে মোবাইল দিয়ে আয় করা শুরু করুন আজই
অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার প্রচেষ্টা এখন কমবেশি সব স্টুডেন্টই করে থাকে। অনলাইনে কাজ করার নিয়ম ও আইডিয়া না থাকায় এই দিকে সফল হতে পারছেন না? তাহলে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। রিয়েল অনলাইন জব ও বিনা পুঁজিতে অনলাইন বিজনেস করার অভিনব কৌশল শিখে নিন এখনই।
বর্তমান সময়ে স্টুডেন্ট অনলাইন ইনকাম সাইড রয়েছে যেগুলো ছাত্রদেরকে শুরু করে হাউসওয়াইফরাও করছেন। আর আপনি যদি কলেজে পড়া স্টুডেন্ট হন তাহলে আপনার কাছে প্রচুর সময় রয়েছে। আপনাদের পরামর্শ থাকবে যে এই সময় গুলো নষ্ট না করা।
বর্তমানে অনলাইন ইনকাম স্টুডেন্টদের জন্য দারুন উৎস। আর আপনি যদি ছাত্র অবস্থায় অনলাইনের এই কাজগুলো করেন তাহলে ভবিষ্যতে আপনার চাকরির ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তাই আজকের পোস্টে আপনাদের সাথে দারুন দারুন ৭ টি স্টুডেন্ট অনলাইন ইনকাম শেয়ার করব যেটি আপনি ছাত্র অবস্থায়ও খুব সহজে শুরু করে অনলাইন ইনকাম করতে পারবে। তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
পড়াশুনা দিয়ে ইনকাম
স্টুডেন্ট লাইফে ইনকাম করার সবচেয়ে সহজ ও কমন উপায় হচ্ছে টিউশনি করা। পারলে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াবে। না পারলে নাইন-টেন বা আরও নিচের ক্লাসের স্টুডেন্টদের পড়াবে। আবার ইদানিংকালে বাসায় না গিয়েও জুম বা গুগল মিটে পড়াতে পারো। এছাড়াও চাইলে কোচিং সেন্টারে ক্লাস নিতে পারবে। ক্লাস নিতে না পারলে কোচিং সেন্টারে পরীক্ষার খাতার মার্কিং করে টাকা কামাতে পারো। কোচিং সেন্টারের লেকচার শিট তৈরি করে দিতে পারো।
ফ্যাকাল্টিদের কাছে অনেক রিসার্চ বা ডাটা কালেকশনের কাজ আসে সেগুলা করতে পারবে। নোট বানিয়ে সেটা জুনিয়র বা স্কুল কলেজের পোলাপানদের কাছে বিক্রি করেও ইনকাম করতে পারবে। আরো কত কি!
স্কিল ডেভেলপ করে ইনকাম
তোমার কাছে যদি ছয়মাস থেকে এক বছর সময় থাকে। তাহলে আমি বলবো তুমি ছোটখাটো একটা স্কিল ডেভেলপ কর। সেটা হতে পারে ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, এনিমেশন, থ্রি-ডি মডেল, কার্টুন আঁকা।
Fiverr Website এর মাধ্যমে টাকা আয়
স্টুডেন্ট অনলাইন ইনকাম করার জন্য ফাইবার ওয়েবসাইট একটি জনপ্রিয় মাধ্যম। যেটি ব্যবহার করে আপনি অনলাইনে আনলিমিটেড টাকা আয় করার সুযোগ পেতে পারবেন। আর এই অনলাইন টাকা আয় করার জনপ্রিয় উপায়টি হলো “Fiverr“. Fiverr হলো এমন একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের কাজ গুলো করে টাকা আয় করতে পারবেন। আপনি যদি প্রফেশনাল ভালো লোগো ডিজাইন করতে পারেন এই ক্ষেত্রে, Fiverr এর মাধ্যমে বিভিন্ন লোগো ডিজাইন এর কাজ গুলো করে, ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন।
- মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং – মেয়েরা কেন ফ্রিল্যান্সিং করবেন?
- অনলাইনে ফ্রিতে ডলার ইনকাম করার জনপ্রিয় ৫ টি মাধ্যম।
কনটেন্ট রাইটিং এর কাজ করুন
ফ্রিল্যান্সিং এর কাজ গুলোর মধ্য এখন সহজ ও অন্যতম কন্টেন রাইটিং সমূহ। কন্টেন রাইটিং মূলত বিস্তারিত ধারণার দেওয়াকে বুঝায়। কন্টেন রাইটিং করার আগে বেশ কিছু দেখ বিবেচনা রাখতে হয় যেমন -কোন বিষয় ট্রেন্ডে আছে, পারটকরা কোন ধরনের টপিক সম্পর্কে জানতে চাইছেন ইত্যাদ বিষয় মাথায় রেখে কনটেন্ট লিখতে হয়। এবং অনলাইনে কন্ঠের লেখার ক্ষেত্রে কীওয়ার্ড এসইও(SCO) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কন্টেন রাইটিং যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে প্রতি মাসে ১০০০ – ১৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং এর জন্য ব্যবহৃত প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ :
- গুগল ডকস ( Google docs)
- গ্রামারলি (Grammarly)
- হেমিংওয়ে অ্যাপ (Hemingway App)
- প্রো-রাইটিং এড (Pro writing app)
- ওয়ার্ড টিউন (Word tune)
- রাইটার (Writer)
- কপিমেটিক (Copymatic)
বিজনেসের করে ইনকাম
তুমি যে ক্যাম্পাসে থাক। তার আশপাশে হাজার হাজার স্টুডেন্ট আছে। এই হাজার হাজার স্টুডেন্ট থাকার মানে কিন্তু হাজার হাজার কাস্টমার তোমার আশেপাশে আছে। এদের সবারই কিছু না কিছু জিনিসের প্রয়োজন হয়। যেমন ধর, কোনো একটা ইভেন্টের জন্য টি শার্ট দরকার। এসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রিন্ট করা দরকার। ইভেন্টের জন্য পোস্টার ডিজাইন করা। ইভেন্টে খাবার সাপ্লাই দেয়া। এছাড়াও এরা সবাই বই-খাতা কিনে। মোবাইল কিনে। কম্পিউটার কিনে। জামা কাপড় কিনে। চিন্তা করে দেখছো এইখানে কত কি বিজনেস করার উপায় আছে?
কেউ যদি বিজনেস করতে চায় তাকে যে ক্যাম্পাসে বিজনেস করতে হবে এমন কোন কথা নাই। বরং ক্যাম্পাসের বাইরের কাস্টমারদের জন্যও বিজনেস শুরু করতে পারবে। বিজনেস স্টার্ট করার মোক্ষম সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ। কারণ তখন তোমার খরচ কম। বাবা-মাকেও টাকা দিতে হচ্ছে না। যার সাথে ইটিশপিটিশ চলছে, সেও খোঁচা দিচ্ছে না।
স্মার্ট বা ক্রিয়েটিভ উপায়ে আর্নিং
বিজনেস কম্পিটিশান করে টাকা কামানো যায়। জাস্ট বছরে ২ কম্পিটিশন করলে ভালো শো-অফ হয়। টাকা কামানোও হয়। এছাড়া ভিডিও গেমসের কম্পিটিশিন। ভিডিও গেমসের স্ট্রিমিং, ইউটিউবিং করে অনেকেই ভালো ইনকাম করে। আরেকটু স্মার্টলি ইনকাম করতে চাইলে এফিলিয়েট মার্কেটিং (কমিশন বেইজড সেলস রিপ্রেজেন্টেটিভ) হতে পারো। তাছাড়া পেইড প্রোডাক্ট রিভিউ, ড্রপ শিপিং, বিভিন্ন কোম্পানির ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও টাকা কামানো যায়।
- মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং – মেয়েরা কেন ফ্রিল্যান্সিং করবেন?
- অনলাইনে ফ্রিতে ডলার ইনকাম করার জনপ্রিয় ৫ টি মাধ্যম।
কিভাবে শুরু করবো?
তবে যেভাবেই টাকা কামাতে যাও না কেন অন্য কেউ এসে তোমাকে গিলিয়ে খাইয়ে দিবে না। প্রথম দিনই কারি কারি টাকা উড়ে এসে উতরে পড়বে না। তাই তোমাকে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে খুঁজে বের করতে হবে। মানুষের কাছে ধর্ণা দিতে হবে। অনেকেই হেল্প করবে না। না করে দিবে। চাইলে তোমাকে একটা কানেকশন দিয়ে দিতে পারে। কিন্তু দিবে না। এসব ক্ষেত্রে তুমি নিজে গিয়ে গিয়ে বের করতে হবে। লেগে থাকতে হবে। একভাবে না হলে অন্যভাবে ট্রাই করতে হবে। তাহলে একটা না একটা রাস্তা অবশ্যই খুলে যাবে।