ফোন লিংক অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে হটস্পট চালু করার সুবিধা পাওয়া যাবে।

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপ দিয়ে সহজেই স্মার্টফোনে হটস্পট চালু করে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সচল করা যায়। সুবিধাটি প্রাথমিকভাবে শুধু স্যামসাংয়ের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য উন্মুক্ত ছিল। এখন সুবিধাটি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যও উন্মুক্ত করা হয়েছে।

অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে সুবিধাটি এখন স্যামসাং ছাড়া ওয়ানপ্লাস ও অপোর তৈরি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপ দিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে হটস্পট চালু করে সহজেই ফোন ও কম্পিউটারকে সংযুক্ত করা যায়। এ জন্য ফোন থেকে লিংক টু উইন্ডোজ অ্যাপ চালু করতে হয়। এরপর ‘কানেক্ট ইয়োর পিসি টু ইয়োর মোবাইল হটস্পট’ অপশনটি নির্বাচন করতে হয়। এভাবে হটস্পট চালু করে কম্পিউটারে সহজেই ইন্টারনেট চালু করা যায়। ফোন লিংক অ্যাপ দিয়ে হটস্পট চালু করা ছাড়া অ্যাপ স্ট্রিমিং ও কপি-পেস্টের সুবিধা পাওয়া যায়।

এ ছাড়া ফোন লিংক অ্যাপ দিয়ে যুক্ত স্মার্টফোনে কোপাইলট কন্ট্রোল ব্যবহার করে বিভিন্ন কাজ করার সুবিধা পরখ করছে মাইক্রোসফট। অবশ্য এ সুবিধা পেতে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন পড়বে। এ সুবিধার ফলে কোপাইলট দিয়ে স্মার্টফোনের এসএমএস পাঠানো, অ্যালার্ম দেওয়া ও এসএমএসের সারাংশ লিখে নেওয়া যাবে। সুবিধাটি এখন বেটা সংস্করণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, তা জানা যায়নি।

২০২২ সালে প্রথম লিংক অ্যাপ দিয়ে ইনস্ট্যান্ট হটস্পট চালু করে কম্পিউটারকে যুক্ত করার সুযোগ চালু করে মাইক্রোসফট। তখন শুধু স্যামসাং ফোনের জন্য সুবিধাটি উন্মুক্ত ছিল। ফোন লিংক অ্যাপ দিয়ে হটস্পট চালু করে কম্পিউটারকে যুক্ত করতে ম্যানুয়ালি হটস্পট চালু এবং কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে না। ফলে খুব সহজেই কয়েকটি ট্যাপেই হটস্পট চালু করে কম্পিউটারকে যুক্ত করে ইন্টারনেট চালু করা যায়।

সূত্র: ফোনঅ্যারেনা ডটকম ও গ্যাজেটস ৩৬০

ভাল লাগলে ব্লগটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *