মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত যে কোন পর্যায়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট অনলাইনে প্রকাশ করা হয়। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা বর্তমানে ঘরে বসেই নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখি নিতে পারি।তাই এই পর্যায়ে আলোচনা করব কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ইন্টারনেট দিয়ে অথবা ইন্টারনেট ছাড়া আপনার রেজাল্ট দেখতে পারবেন।

সাধারণত পরীক্ষা দেওয়ার 60 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হয়।  সেই দিন বাংলাদেশ শিক্ষামন্ত্রী মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে সকলের রেজাল্ট প্রকাশ করা হয়।

এবং পরবর্তীতে বিভিন্ন মোবাইল অপারেটর এবং ওয়েবসাইটে এই লাইনগুলো  চেক করা যায়।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

ইন্টারমিডিয়েট বা মাদ্রাসা  শাখার আলেম ছাত্রছাত্রীরা এডুকেশন বোর্ড এর ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তাদের রেজাল্ট দেখে নিতে পারেন।

এভাবে এডুকেশন বোর্ড রেজাল্ট দেখার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনের যুক্ত একটি মোবাইল লাগবে অথবা কম্পিউটার।

রেজাল্ট দেখার জন্য প্রথমেই educationboardresult.gov.bd এই ওয়েবসাইটে যাবেন।

ওয়েব সাইটে ঢোকার পর আপনি একটা সাবমিট ফরম পাবেন যেখানে আপনার এডমিট কার্ডের সাথে মিল রেখে সব ধরনের তথ্য এখানে ফিলাপ করতে হবে।

  1. প্রথমে আপনার পরীক্ষার টাইপ সিলেক্ট করে নিবেন।  অর্থাৎ আপনি যদি মাদ্রাসা  স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেখান থেকে মাদ্রাসা সিলেক্ট করতে হবে অথবা ভোকেশনাল  এর শিক্ষার্থীরা equivalent  সিলেক্ট করবেন এবং কলেজ লেভেল এর স্টুডেন্টরা এইচএসসি সিলেক্ট করে নিবেন।
  2.  প্রথম স্টেপ সম্পন্ন হলে আপনাকে পরীক্ষার সাল নির্ধারণ করে নিতে হবে।
  3.  তৃতীয়ত  আপনি  যেই শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দিতেছেন তার নাম সিলেক্ট করে নিতে হবে।
  4. এ পর্যায়ে এডমিট কার্ডে থাকা  রোল নম্বরটি ইনপুট করতে হবে।
  5.  রোল  নম্বর সঠিকভাবে লেখা শেষ হলে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন।
  6.  হিউম্যান ভেরিফিকেশনের জন্য ছোট্ট একটি অংক সমাধান করতে হবে।
  7.  সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।

 এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

আমাদের মাঝে অনেকেই আছে যাদের ইন্টারনেট কানেকশন যুক্ত এন্ড্রয়েড মোবাইল নাই অথবা কম্পিউটার ডিভাইস নাই।

তারা চাইলে  ইন্টারনেট কানেকশন ছাড়াই মোবাইলে এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারেন।  তার জন্য নিচের পদ্ধতিটি ব্যবহার করে আপনি  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারেন।

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে  মোবাইল থেকে তিনটা টা পর্যন্ত চার্জ কাটতে পারে।

রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং সেখানে গিয়ে  নিচের দেখানো ডেমো অনুসরণ করে আপনার সব তথ্য দিবেন।

HSC DHA 74653 2022

Send to 16222

  1.  প্রথমে বড় হাতের অক্ষর আপনার পরীক্ষার ধরন এইচএসসি অথবা এসএসসি যাই হোক না কেন সেটা লেখবেন।
  2.  আপনার শিক্ষা বোর্ডের  নাম সংক্ষিপ্ত আকারে প্রথম ত্রিবর্ণ লিখতে হবে।
  3.  এই পর্যায়ে রোল নাম্বার লিখতে হবে।
  4.   সর্বশেষ আপনার পরীক্ষার সাল লিখতে হবে।
  5.   সব তথ্য ঠিকভাবে লেখা হলে আপনি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
  6.  সেন্ড করার পর ফিরতি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

 নাম্বার সহ মার্কশিট ডাউনলোড করার নিয়ম

 আমরা জানি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখার সময়ই জিপিএ এবং গ্রেট পদ্ধতিতে রেজাল্ট দেখানো হয়। অনেকেই আছে যারা প্রাপ্ত নাম্বার সহ রেজাল্ট দেখতে চায় তাদের জন্য একটি ওয়েব সাইট   আছে যেখানে তাৎক্ষণিকভাবে নাম্বার সহ রেজাল্ট দেখতে পারবেন।

এজন্য প্রথমে eboardresult.com এই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে উপরোক্ত আলোচনার সাপেক্ষে সব ধরনের তথ্য সাবমিট করার মাধ্যমে ইন্ডিভিজুয়াল ভাবে আপনার রেজাল্ট মার্কশিট সহ ডাউনলোড করতে পারবেন।

মোবাইল এর মাধ্যমে পিএসসি রেজাল্ট দেখার উপায়

মোবাইলের মাধ্যমে প্রাথমিক পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে  টাইপ করবেন

DPE <> Thana Code<> Roll Number

এভাবে ডি পি ই  এবং স্পেস দিয়ে থানা কোড  পরবর্তীতে কোন নাম্বার দিয়ে  16222  এই নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে।

এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হয়।

ইবতেদায়ী রেজাল্ট দেখার নিয়ম

মাদ্রাসায় অধ্যায়নরত  পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা  ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট সহজে এসএমএসের মাধ্যমে দেখে নিতে পারবেন।  এইজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের দেখানো ডেমো অনুসরণ করে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

EBT<>hana Code <> Roll

প্রথমে মেসেজ অপশনে গিয়ে EBT লিখবেন।  এরপর আপনার থানা অথবা উপজেলার একটা নির্দিষ্ট কোড নাম্বার থাকে সেটা লিখতে হবে।

এই থানা কোড নাম্বারটি ছাত্রের এডমিট কার্ডের ভিতরে লেখা থাকে। পরবর্তীতে আপনার রোল নাম্বার লিখে ১৬২২২ এই নাম্বারে এসএমএস পাঠিয়ে দিবেন।  কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএসে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।