ঘরে বসে Freelancing , কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকেমু্ক্তভাবে ঘরে বসে Freelancing বা কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবী” (Freelancer)।
এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগেবেশিরভাগ মুক্তপেশার কাজগুলো [ইন্টারনেট|ইন্টারনেটের] মাধ্যমে সম্পন্ন হয়েথাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।
ঘরে বসে Freelancing কি ?
ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে?
ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে বা ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ পায়, এই বিষয়টি বুঝতে পারলে ফ্রিল্যান্সিং কি সেটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে।
সহজ ভাষায় Freelancing কি?
নিজের মেধা ও অভীজ্ঞতাকে কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে অনলাইনে কাজ করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয়।। ফ্রিল্যান্সিং যদিও একটি মুক্ত পেশা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে নিজের অবস্থান ভালো করার জন্য এবং বেশি পরিমানে টাকা আয় করার জন্য মুক্তভাবে কাজ করার কোন সুযোগ নেই। একজন ফ্রিল্যান্সার বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যত বেশি সময় ও শ্রম দিতে পারবে, সেই ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করে তত বেশি টাকা আয় করে নিতে পারবে। আর যারা ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা হিসেবে ধরে নিয়ে স্বাধীনভাবে কাজ করবে, তারা ফ্রিল্যান্সিংয়ে কখনো সফলতা অর্জন করতে পারবে না।
ফ্রিল্যান্সিং এর সুবিধা কি?
- ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না এবং বসের বকাঝকা খাওয়ার কোন সুযোগ নেই।
- একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।
- কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি টাকা।
- মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।
- কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।
- ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।
- কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না
আরও পড়ুন –
ফ্রিল্যান্সিং এর অসুবিধা কি কি?
- কাজের কোন নিরাপত্তা বা গ্যারান্টি নেই। কোনো কোনো সময় এমন হবে, আপনি সারা মাসেও একটি কাজ পাবেন না।
- অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝে না বিধায় ফ্রিল্যান্সিংকে সম্মানজনক জব হিসেবে মনে করে না।
- নিজের কাজ নিজেই করতে হয়। অন্যকে দিয়ে করানোর সুযোগ থাকে না।
- আমাদের দেশে পেমেন্ট এর কিছু অসুবিধা আছে।
- ক্লায়েন্টদের সাথে সরাসরি যোগাযোগের কোন সুযোগ থাকে না।
ঘরে বসে Freelancing ‘ কোর্সটি করে Freelancing ইন্ডাস্ট্রিতে তৈরি করুন নিজের অবস্থান
আজকে ঘরে বসে Freelancing ‘ কোর্সটি করে Freelancing ইন্ডাস্ট্রিতে তৈরি করুন নিজের অবস্থান কোর্স শেয়ার করবো।
কোর্স সম্পর্কে
কোসটিতে আপনার জন্য থাকছে :
> ফ্রিল্যানিং এর বেসিক সম্পর্কে ধারণা
>পাের্টফোলিও মেকিং নিয়ে আলােচনা
রিভিউ দিন